সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: সুপ্রিমকোর্টের সামনে ভাস্কর্য সরানো হয়েছে। আজ (২৬ মে) রাতে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহলে বিতর্ক চলছিলো। এমনকি সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্যটি অপসারণের দাবিতে আন্দোলনে নামবে বলে জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইকোর্ট প্রাঙ্গণে স্থাপিত গ্রিক দেবী থেমিসের ভাস্কর্যটি সরাতে বা ঢেকে দেয়ার জন্য প্রধান বিচারপতিকে পরামর্শ দিয়েছিলেন। তিনি প্রধান বিচারপতিকে বলেছেন, ভাস্কর্যটি দর্শনীয় হয়নি। গ্রিক দেবীকে শাড়ি পরানো হয়েছে। এটি নিয়ে বিতর্কও উঠেছে। এটি হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে ফেলুন অথবা এমনভাবে ঢেকে দিন যাতে জাতীয় ঈদগাহ থেকে দেখা না যায়।
হেফাজতের আমির শাহ আহমদ শফী গত সোমবার এক বিবৃতিতে বলেন, ‘সর্বোচ্চ বিচারালয়ের সামনে গ্রিক দেবীর মূর্তি স্থাপন বাংলাদেশের গণমানুষের ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও আদর্শিক চেতনার একেবারেই বিপরীত। অবিলম্বে এটি অপসারণের দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় ইমান, আকিদা ও ঐতিহ্য রক্ষায় লাখ লাখ মানুষ রাস্তায় নেমে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’
স্কুলের পাঠ্যপুস্তকে বিভিন্ন পরিবর্তন আনার পর এবার সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের দাবিটিও সরকারকে এক ধরনের ‘চাপে’ রেখে কৌশলে আদায় করার কৌশল নিয়ে মাঠে নেমেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ন্যায়বিচারের প্রতীক ওই ভাস্কর্যকে ‘গ্রিক দেবীর মূর্তি’ আখ্যা দিয়ে অবিলম্বে তা অপসারণের দাবিতে প্রায় এক মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। সর্বশেষ গত শুক্রবার চট্টগ্রাম মহানগরে সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ভাস্কর্য অপসারণ করা না হলে ঢাকা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছিলেন।