বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন
খালেদ আহমদ, সদর (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা: ‘শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই হল তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার জেলায় আজ পালিত হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৭। মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্য্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার সকাল ১০টায় আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আশরাফুর রহমানের সভাপতিত্বে ও মাদকের কুফল ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান। সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্য বেগম হুসনে আরা ওয়াহিদ প্রমুখ।