মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক (সুনামগঞ্জ): ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ছাত্রলীগকে কটাক্ষ করায় সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আশিকুর রহমান আশিকের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে মিছিলটি ট্রাফিক পয়েন্টে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান লিটন, দ্বীনুল ইসলাম শ্যামল, সুজেল আহমদ, সাইদুর রহমান, মোতাহার হোসেন সুমন, সায়েস্তা তালুকদার রবি, হাবিবুর রহমান বাবলু, আজহার উদ্দিন, মাহবুব আলম প্রমূখ।