শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন
মোঃ আবুল কালাম জাকারিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: ১৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ ঘটিকার সময় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা হল রুমে মশিক’র সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন’র রিসোর্স সেন্টার জামালগঞ্জের মডেল কেয়ার টেকার মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ত্ব করেন জামালগঞ্জে নবাগত ইফা সুপারভাইজার মাওলানা আসআদ উজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন কুকড়াপশি দশগ্রাম মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আলী আকবর। প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন আব্দুল আলী বকুল ফিল্ট অফিসার ইফা সুনামগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা বিলাল উদিন ইফা অফিস সহকারী সুনামগঞ্জ। আলোচনা পেশ করেন মাওলানা আব্দুল গফফার, মাওলানা ফয়জুন্নুর, মাওলানা মতিউর রহমান, মাওলানা তাজ মাহমুদ, মাওলানা মুস্তাক আহমদ খলিল, মাওলানা কবির আহমদ, মাওলানা ইলিয়াছ আহমদ, মাওলানা জিয়াউর রহমান প্রমুখ।
বক্তরা বলেন, সর্বোক্তম ঐ ব্যক্তি যিনি কুরআন শিক্ষা করেন ও শিক্ষা দেন, এই হাদীসের আলোকে আপনারা প্রতিটি মসজিদ ও মক্তবে বাচ্চাদের ইফা সেন্টারের মাধ্যমে যে পাঠদান করাচ্ছেন সত্যিই প্রশংসার যোগ্য। তারা আরো বলেন, যেহেতু বছর শেষের দিকে তাই বাচ্চাদের প্রতি প্রতিটি কেন্দ্র শিক্ষকই আপনার বাচ্চার প্রতি আরো সু-নজর দিবেন। প্রধানবক্তা বলেন, আমি বিগত দিনগুলো জামালগঞ্জের সুপারভাইজার ছিলাম, আপনাদের পাঠদানসহ সকল কার্যক্রমে আমি সন্তুষ্ট। আশা রাখব নতুন সুপার ভাইজারসহ সকলেই যেন আপনাদের এ আচরন পান ও খুশি থাকেন। সব সময় একটা বিষয়ই খেয়াল রাখবেন আজকের শিশুরাই আগামি দিনের সম্পদ।