শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন
সাজু আহমেদ, কুলঞ্জ (দিরাই) ইউনিয়ন সংবাদদাতাঃ দিরাই উপজেলার জারলিয়া জলমহাল ট্রিপল মার্ডার মামলার পলাতক আসামি দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ গ্রামের বাসিন্দা আরিফুজ্জামান চৌধুরী এহিয়াকে আটক করেছে র্যাব-৯ এর একটি অভিযানী দল। শনিবার সন্ধ্যায় ৭টার দিকে সিলেট বন্দর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসের ১৭ তারিখ দিরাই উপজেলার জারলিয়া জলমহাল দখলকে কেন্দ্র করে এক পর্যায় তিন জন মার্ডার হয়। মার্ডারের দুই দিন পর ১৯ তারিখ ৩৯ জনকে আসামি করে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলার অন্যতম আসামি এহিয়া চৌধুরী। গ্রেপ্তারের বিষয়টি র্যাব নিশ্চিত করেছে।