মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে নীতিমালা লংঘন, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহন এবং যথাসময়ে বাঁধ নির্মাণ সমাপ্ত না করার ৩ দফা প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের শান্তিগঞ্জ পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক রাধিকা রঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব ওবায়দুল হক মিলনের পরিচালনায় বক্তব্য রাখেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটির যুগ্ন-আহবায়ক জিয়া উদ্দিন, সদস্য জিয়াউর রহমান, সমাজসেবক সৈয়দ আহমদ, মহির উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাংবাদিক মোঃ নুরুল হক, জেলা যুবলীগের সদস্য মাসুক পারভেজ, সদস্য আবু সাইদ, ছাত্রলীগ নেতা নাঈম আহমদ। এ সময় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটির সদস্য শহীদ মিয়া, শেখ ফয়জুল ইসলাম, মাহমুদ মিয়া, প্রদীপ দাশ প্রমুখ। উক্ত মানববন্ধনের শুরুতেই হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক, উপজেলা দূনীর্তি দমন কমিটির সভাপতি বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব সৈয়দ ছবুর আলীর মৃত্যুতে এক মিনিটি নিরবতা পালন করা হয়।