শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
‘সব কেলেঙ্কারির হোতা শ্রীনি’ বললেন বিসিসিআই সাবেক সভাপতি

‘সব কেলেঙ্কারির হোতা শ্রীনি’ বললেন বিসিসিআই সাবেক সভাপতি

আমার সুরমা ডটকম :

আইপিএল কেলেঙ্কারির জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান এন শ্রীনিবাসনকে দায়ী করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি শঙ্কর মনোহর। তিনি বলেন, সব কেলেঙ্কোরির মূলহোতা শ্রীনিবাসন। তার আইসিসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করা উচিত।  শ্রীনিবাসনকে আক্রমণ করে মনোহর বলেন, ক্রিকেটের সুনাম রক্ষার জন্য বিসিসিআই সময়মতো কোনো পদক্ষেপ নেয়নি। তিনি লোধা কমিটির সুপারিশ মেনে চলার জন্য বোর্ডকে অনুরোধ করেন। গত ১৪ জুলাই ফিক্সিংয়ের অপরাধে আইপিএলে সবচেয়ে সফল দল ধোনির চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। চেন্নাইয়ের অন্যতম মালিক, শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পন আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন। আজীবন নিষিদ্ধ হয়েছেন রাজস্থান রয়্যালসের অন্যতম কর্ণধার, অভিনেত্রী শিল্পা শেঠির জামাই রাজ কুন্ড্রাও। আইপিএলের নানা কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর গঠিত সাবেক প্রধান বিচারপতি লোধার নেতৃত্বাধীন কমিটি এই রায় দেয়। মুম্বাইয়ে অনুষ্ঠেয় আইপিএলের গভর্নিং কাউন্সিল মিটিং এর কয়েকদিন আগে এমন মন্তব্য করলেন শঙ্কর মনোহর। তিনি বলেন, ২০১৩ সালেই শ্রীনির পদত্যাগ করা উচিত ছিল। প্রতিষ্ঠানের চেয়ে কোনোভাবেই ব্যক্তি বড় হতে পারে না। মনোহর বলেন, সব কেলেঙ্কারির হোতা শ্রীনিকে আইসিসির পদ থেকে দ্রুত সরে যেতে হবে। ১৭ জুলাই শুক্রবার রাতে বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে মনোহর বলেন, আইপিএলের চিফ অপারেটিং কর্মকর্তা সুন্দ্রার রমনকেও সরিয়ে দেওয়া উচিত। সেই সঙ্গে খেলায় আস্থা ফেরাতে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিবিআই) তদন্ত দাবি করেন তিনি। তিনি সাংবাদিকদের বলেন, শ্রীনির অধীনে বিসিসিআই কোনো উন্নতিই করেনি। তাই লোধা কমিটির সুপারিশ মানার বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com