সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৯:০৪ অপরাহ্ন
জিয়াউর রহমান, কানাইঘাট (সিলেট) উপজেলা সংবাদদাতা: মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গাছবাড়ি আইডিয়্যাল ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে সোমবার (২৬শে মার্চ) দুপুর ১২টায় ‘স্বাধীনতার এই দিনে জিয়া তোমায় মনে পড়ে’ এ শ্লোগানে শ্লোগানে কেপে উঠে গোটা কলেজ। গাছবাড়ি আইডিয়্যাল ডিগ্রি কলেজ থেকে বর্ণাঢ্য ‘স্বাধীনতা র্যালী’ বের করা হয়। র্যালিটি গাছবাড়ি কলেজ থেকে শুরু হয়ে বাজার স্থলে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন গাছবাড়ি কলেজ ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ ও গাছবাড়ী আইডিয়্যাল ডিগ্রি কলেজ, সিলেট সরকারি কলেজ ও গাছবাড়ি মডার্ন একাডেমি গাছবাড়ির বিভিন্ন ইউনিটের নেতাকর্মি উপস্থিত ছিলেন বলে জানা যায়।