মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জঃ দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক ও জয়কলস ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার, উজানীগাঁও গ্রাম নিবাসী কাজী এম জমিরুল ইসলাম মমতাজের মাতা জহুরা খাতুন-এর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জোহরের নামজের পরপরই উজানীগাও জামে মসজিদ ও নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উজানীগাও জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা রশিদ আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কাজী সমিতির উপদেষ্টা ও দক্ষিণ সুনামগঞ্জ কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আইয়ূব আলী, অর্থ স¤পাদক কাজী মাওলানা রফিকুল ইসলাম, সদস্য কাজী মাওলানা মফিজুর রহমান, কাজী মাওলানা মাশুক আহমদ, কাজী মাওলানা আব্দুল আলী, কাজী নুরুল হক, উজানীগাও জামে মসজিদের সাবেক সাধারণ স¤পদক ও দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী উজানীগাও রশিদিয়া হাফিজিয়া শাখার সভাপতি আমিরুল ইসলাম, সহ-সভাপতি সৈয়দ আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, দপ্তর স¤পাদক এম এম ইলিয়াছ আলী, উজানীগাও বাসস্ট্যান্ড মসজিদের ইমাম মাওলানা এনামুল হক, মাওলানা জুবায়ের আহমদ, খাইরুল ইসলাম, রিপন মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।