সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জে সাংবাদিক ও দলিল লিখক মোঃ আবু সঈদের মাতার ৭ম মৃত্যুবার্ষিকি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহ¯পতিবার বাদ জোহর উপজেলার শান্তিগঞ্জ বাস ভবনে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, আব্দুল মমিন, উপজেলা দলিল লিখক সমিতির সাধারণ স¤পাদক মোঃ নুর আলম, দলিল লিখক আলতাব উদ্দিন, শফিকুল ইসলাম, নুর উদ্দিন, আসাদ মিয়া, হাফিজ সাকির আহমদ, ইমাম আব্দুর রকিব প্রমূখ।
উল্লেখ্য সাংবাদিক ও দলিল লিখক আবু সঈদের মাতা ও মৃত কুরবান আলী মাস্টারের সহধর্মিনী শামছুন্নাহার চৌধুরী উপজেলার জয়কলস ইউনিয়নের ফতেপুর গ্রামের বাসিন্দা ২০১১ সালের ৯ই মে সোমবার মৃত্যুবরণ করেছিলেন। তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।