শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০১৮ উপলক্ষে স্মৃতির অন্তরালে বইয়ের মোড়ক উস্মোচন, আলোচনা সভা, দরিদ্র প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা ও গুণীজনকে সম্মাননা প্রদান।
সোমবার বিকাল সাড়ে ৩টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আর্ন্তজাতিক মানবাধিকার অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুট।
আসক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুর রশিদের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খান, এড: আসাদ উল্লা সরকার, আসক সিলেট বিভাগের সভাপতি রাকিব আল মাহমুদ,উপদেষ্টা অজিত কুমার দাস, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাস, আসক উপদেষ্টা অমল কর, ডা: মোনাওয়ার আলী, সদর থানার অফিসার ইনর্চাজ শহীদুল্লা খান।
আসক ফাউন্ডেশনের কর্মী বিপলু দাস ও রাসেল আহমদের যৌথ পরিচালনায় স¦াগত বক্তব্য রাখেন আসক সুনামগঞ্জ জেলা শাখার পরিচালক একে মিলন আহমদ।
উক্ত অনুষ্ঠানে ২৫ জন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। পরিশেষে অথিতিবৃন্দরা সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজকে ক্রেস্ট প্রদান করেন।
প্রধান অথিতি নুরুল হুদা মুকুট বলেন, আমি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবার পর বিভিন্ন মসজিদ, মাদরাসা ও মন্দিরে প্রায় ২৬ কোটি টাকা অনুদান দিয়েছি।