শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): ‘দুর্নীতি করব না, দুর্নীতি সইব না’ এই শ্লোগানকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে, দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ স¤পাদক ও ডুংরিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মোনায়েমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোছাঃ তাছলিমা আক্তার লিমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপার ভাইজার মোঃ নুরে আলম ছিদ্দীকি, এস আই সৈয়দ আব্দুল মান্নান, দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দীলিপ কুমার তালুকদার, পাগলা সরকারী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দীন, জয়কলস উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিন্দ্র চন্দ্র সরকার, পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, আমরিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুনছর মোঃ ইব্রাহিম, হাজি আক্রম আলী দাখিল মাদরাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, বীরগাও ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা জুবায়ের আল মাহমুদ, জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দু দেব, পুর্বপাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যঞ্জয় দে, বীরগাও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, গণিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ মোহন দাস, দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সদস্য প্রভাষক মোঃ নুর হোসেন, সদস্যা তৈয়বুন নেছা, সিতু রাণী সুত্রধর প্রমূখ।