শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যায়যায়দিন’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার শান্তিগঞ্জ এফআইভিডিবি’র ট্রেনিং সেন্টারে গিয়ে শেষ হয়।
পরে দুপুর সাড়ে ১২টায় এফআইভিডিবি’র ট্রেনিং সেন্টারের কনফারেন্স রুমে যায়যায়দিন’র দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. ফয়েজুল ইসলাম সোহেল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পূর্ব বীরগাও ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান মো. নুর কালাম, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, উপজেলা বিএনপি নেতা জিয়াউর রহমান, সাংবাদিক হোসাইন আহমদ, সাংবাদিক এম এম ইলিয়াছ আলী, উপজেলা যুবলীগ নেতা শাকির আহমদ, উপজেলা বিএনপি নেতা আবুল লেইছ, ইউপি সদস্য মিজানুর রহমান, জুবায়েল আহমদ, ছাত্রলীগ নেতা সুমন তালুকদার প্রমূখ।
সুনামগঞ্জের যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনাসভা
এদিকে সুনামগঞ্জে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক সেলিম উদ্দীন তালুকদারের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, যায়যায়দিন পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি ঝুনু চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, কালেরকন্ঠ পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি শামছ শামীম, সময় টিভির প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মালেক পীর, সাংবাদিক মাসুক মিয়া, জসিম উদ্দীন, রেজাউল হক, অরুণ তালুকদার, মো আব্দুল শহীদ, আল হেলাল, একে মিলন আহমদ, যুবদল নেতা আব্দুল মজিদ, বিএনপি নেতা শামীম আহমদ, সৈনিক লীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক মিন্টু চৌধুরী প্রমুখ।