মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জামালগঞ্জ ডিগ্রি কলেজ হতে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে জামালগঞ্জ ফেরিঘাটে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদল নেতা শাহ নেওয়াজ অপু।
ছাত্রদল নেতা মিনহাজুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা আল আমিন, অপু তালুকদার, আনাশ, মুরাদ, মো. একা, আরিফ, মহিউদ্দিন, নুরে আলম, নেছার আহম্মদ প্রমূখ।
বক্তারা বলেন, অচিরেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে নতুবা আন্দোলন চলবেই।