মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের উদ্যোগে ৩ আগস্ট ২০১৮ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের ৯ দফা দাবি মানতে ও আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি ড. কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহকারি মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ। মানববন্ধনে বিএনপি নেতৃবৃন্দসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।