শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জে অবস্থানরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো নুরুজ্জামানের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার উপদেষ্ঠা সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান চৌধুরী শাফি, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক প্রকাশক বিজন সেন রায়, দৈনিক আজকের সুনামগঞ্জ প্রত্রিকার সম্পাদক প্রকাশক আবেদ মাহমুদ চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক প্রকাশক সেলিম উদ্দীন তালুকদার, দৈনিক হাওরাঞ্চলের সম্পাদক প্রকাশক মাহতাব উদ্দীন তালুকদার, সাংবাদিক মাছুম হেলাল, এ আর জুয়েল, দেওয়ান গিয়াস চৌধুরী, বিন্দু তালুকদার, আল হেলাল, শাহাব উদ্দীন, আমিনুল হক, সুনামগঞ্জ রির্পোটাস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, বুরহান উদ্দীন, আকরাম উদ্দীন, আব্দুল কাইয়ুম মিলন প্রমুখ।