বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ৪টি গরুসহ ৩ চোরকে আটক করা হয়েছে। শনিবার সকালে উপজেলার গজারিয়া এলাকা থেকে জামালগঞ্জ থানা পুলিশ ৪টি গরুসহ ৩ জন চোরকে আটক করা হয়।
জামালগঞ্জ থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই সাইফুল্লাহ আখন্দ সঙ্গীয় ফোসসহ উপজেলার আলীপুর গ্রামের আয়ুব আলীর ছেলে আক্তার হোসেন (৩৫), একই গ্রামের হান্নান মিয়ার ছেলে মো. জলিল মিয়া (২২), জামলাবাজ গ্রামের সুন্দর আলীর ছেলে নুর ইসলাম (৪০)-সহ ৪টি গরু আটক করা হয়। এ ব্যাপারে জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় মামলা নং ০৪/৬৮, ১৫ সেপ্টেম্বর ২০১৮।
পুলিশ সুত্রে জানা যায়, ৩ জনসহ আরও ২ জনকে আসামী করা হয়েছে আসামী হল উপজেলার আলীপুর গ্রামে আব্দুল মুতালিব এর ছেলে জলিল (৩৫), কামলাবাজ গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে সাইমন মিয়া (৪৫)।
এস আই সাইফুল্লাহ আখন্দ জানান, রবিবার সকালে আসামীদের সুনামগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হবে।