রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
‘মুক্তিযুদ্ধের চেতনাই বাস্তবায়ন আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে সরকারী চাকুরীতে মুক্তিযোদ্ধাদের জন্য ৩০% কোটা পূর্ণবহালের দাবীতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঐক্যমঞ্চ সুনামগঞ্জ জেলা শাখার ব্যানারে শহরের ট্রাফিক পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঐক্যমঞ্চ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কাজী জাহানের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচির নাজমুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন দিলীপ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মখলিছুর রহমান, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সিলেট মহানগরের সভাপতি মোঃ আতাউর রহমান, সদস্য সচিব হাবিবুর রহমান, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের সাধারণ সম্পাদক আবুল বাশার জুয়েল, মোস্তাক আহমেদ রুমেল, জসিম কামাল, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুহেল আহমদ বিপ্লব বাবু, সাধারণ সম্পাদক শিবলু আহমেদ চৌধুরী, সহ-সভাপতি দেওয়ান মাছুম রাজা চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান জহির আহমেদ সুহেল, নজরুল হক, কেবি মুর্শেদ জাহাঙ্গীর, নেছার আহমেদ শফিক, নুরুল আমীন, আব্দুর রাজ্জাক, রিয়াজ উদ্দিন ও কিতাব আলী প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, সরকারী চাকুরীতে মুক্তিযোদ্ধাদের জন্য ৩০% কোটা পূর্ণবহালসহ ৯ দফা দাবী দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।