মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গত ১লা সেপ্টেম্বর ১৮ ইং তারিখে নাশকতার দায়ের করা মামলায় জামালগঞ্জে এজাহারভূক্ত আসামী ৩০ জন, অজ্ঞাত আসামী আরও ৮০ জনের মাঝে ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে জামালগঞ্জ থানার এসআই মোশারফ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন স্থান হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪ জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়।
জানা যায়, জামালগঞ্জ থানার মামলা নং-০১ তারিখ ১/৯/১৮ ইং। সদর ইউনিয়নের সংবাদপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. শাহিদুল ইসলাম ভুইয়া সাইফুল (৩৫), সাচনা বাজার ইউপির কুকরাপড়শী গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. কাজী শহিদ মিয়া (৪০), ভীমখালী ইউপির নোয়াগাঁও গ্রামের মৃত হিরন মিয়ার ছেলে কামরুজ্জামান (২৮), একই ইউনিয়নের কামলাবাজ গ্রামের মৃত আকরম উল্লাহের ছেলে মো. মহিবুর রহমান (২৯)-কে গ্রেফতার করে জামালগঞ্জ থানা নিয়ে আসা হয়।
জামালগঞ্জ থানার এসআই মোশারফ হোসেন জানান, ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। রবিবার দুপুরে আসামীদের সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।