মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ভিক্ষা বৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠির পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলার তিন ভিক্ষুকের মাঝে উন্নত প্রজাতির দুইটি করে প্রতিজনকে ৬টি ভেড়া বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনিক ভবনের সম্মুখে উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের আব্দুল রহিমের ছেলে ভিক্ষুক মো. ছাবির আহমদ, জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামের মফিজ আলীর কন্যা ভিক্ষুক মোছা. স্বরবানু বেগম, পূর্ব পাগলা ইউনিয়নের রনসী গ্রামের আহমদ আলীর ছেলে আসকর আলীদের মাঝে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভিক্ষুক পূর্নবাসন কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ উন্নত প্রজাতির ৬টি ভেড়া বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পূর্বপাগলা ইউপি চেয়ারম্যান মো. আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা তেরাব আলী, প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার প্রদীপ চৌধুরী প্রমুখ।