শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। বিকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দলীয় সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সামনে রেখে সংলাপে বসার আহবান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল ঐক্যফ্রন্টের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকের পর এ বিষয়ে প্রধানমন্ত্রী দলীয় নেতাদের নিয়ে অনির্ধারিত বৈঠক করেন।
তিনি আমাদের মতামত নেন। বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসার। তিনি বলেন, সংলাপে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সংলাপের তারিখ এবং স্থান ও অন্যন্য বিষয় খুব শিগগিরই জানিয়ে দেয়া হবে ।