বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
“জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশে” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জে উদযাপন করা হয়েছে জাতীয় যুব দিবস-২০১৮। দিবসটি উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, যুব র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
বৃহ¯পতিবার দুপুর ১টায় বর্ণাঢ্য যুব র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার পরিষদের সম্মেলন কক্ষ্যে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ মিয়ার সভাপতিত্বে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পেয়ার আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির উদ্দিন, পূর্বপাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন, পূর্ববীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর কালাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আতাউর রহমান, সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমদ, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. নুরে আলম সিদ্দিকী।
সভায় আরো বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী আল মাহমুদ সোহেল, মনি বেগম, পদ্মার প্রতিনিধি কৃষক লীগ সদস্য মাসুক মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক নুরুল হক, ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন তালুকদার, সহ সভাপতি আল মাহমুদ সুহেল, যুগ্ম-সাধারণ স¤পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক স¤পাদক সমিরন দাস সুবির, যুব প্রতিনিধি সাজ্জাদুর রহমান প্রমূখ। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দরা।