মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামে অবস্থিত আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমানের ভাই ও জগদল ইউনিয়নের রায়বাঙালী গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান (৪০) মঙ্গলবার দিবাগত রাত ৮টা ৫০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার বেলা ২টায় নিজ গ্রামে নামাযে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মিজানুর রহমানের ইন্তেকালে শোকপ্রকাশ করেছেন আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোকপ্রকাশ কারীরা হলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান তালুকদার, বিদ্যালয়ের অন্যতম হিতাকাঙ্খি মোঃ মাসুক মিয়া, মোঃ মোতাহির মিয়া, মোঃ সুজন মিয়া প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি