শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
সাইফ উল্লাহ:
ঐক্য, কর্ম, শৃংখলা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংক শাখার উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে গ্রামীণ ব্যাংক শাখা অফিসে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংক-এর শাখা ব্যবস্থাপক এনামুল কাদের, দ্বীতিয় স্বাক্ষর কারী দীন ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক এরিয়া অফিসের এরিয়া ম্যানাজার সাইদুর রহমান, বিশেষ অতিথি জামালগঞ্জ সরকারী কলেজের প্রভাষক কামরুজ্জামান সবুজ, এরিয়া অফিসের প্রগ্রাম অফিসার আবুল হোসেন, জামালগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদিপ, সিনিয়র সাংবাদিক সাইফ উল্লাহ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক কর্মী মোফাজ্জল হোসেন, শহীদুল ইসলাম, সুহেল পারভেজ, বুরহান উদ্দিন, বিশ্বজিৎ পাল, মিল্লাদ হোসেন, চম্পা রানী সরকার, অফিস সহায়ক মো. রফিক মিয়া প্রমূখ। আলোচনা শেষে ৫০ জন শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।