রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০১:২২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক :
নিউ ইয়র্কে শিখ সম্প্রদায়ের বিক্ষোভের মুখে পড়লেন পাঞ্জাবের মন্ত্রী টোটা সিং। জুতো ছুঁড়ে মারা হয় তাকে। এই ঘটনায় দুজনকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। রোববার নিউ ইয়র্কে একটি বৈঠকে যোগ দেয়ার কথা ছিল মন্ত্রীর। তার আগেই এই ঘটনা ঘটে। তবে এলাকা জুড়ে বিক্ষোভ দেখতে থাকেন কযয়েক শ’ শিখ সম্প্রদায়ের মানুষ। ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশের বিশাল বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।