শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর নিবাসি ও লন্ডন প্রবাসি, ফেইসবুকের জনপ্রিয় মুখ এবং দিরাই থানা পাবলিক গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ফখর উদ্দিন ও তার পরিবারের পক্ষ থেকে একই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান, জন্মগত প্রতিবন্ধী মেধাবী ছাত্র মোঃ জসিম উদ্দিনকে নগদ অর্থ প্রদান করেন।
এ উপলক্ষ্যে ৬ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ শনিবার দুপুরে তার বাড়িতে গিয়ে এই অর্থ প্রদান করেন জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘আমার সুরমা ডটকম’ সম্পাদক ও জাতীয় পত্রিকা দৈনিক ইনকিলাবের দিরাই উপজেলা সংবাদদাতা মুহাম্মদ আব্দুল বাছির সরদার।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী জসিম উদ্দিনের পিতা মোঃ গোলাম রব্বানী, দিরাই থানা পাবলিক গ্রুপের সদস্য মহাদেব দাস অনিকসহ পরিবারের অন্য সদস্যবৃন্দ। নগদ অর্থ প্রদানের সময় জসিমের পরিবারের লোকজন অর্থদাতা মোহাম্মদ ফখর উদ্দিন ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।