বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স:
বিশ্বকাপের ১১তম ম্যাচে এশিয়ার দুই দলের মধ্যকার লড়াই শুরুর আগে বাঁধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। এখন পর্যন্ত বৃষ্টির বাঁধায় টসই হতে পারেনি। রিপোর্টটি লেখা পর্যন্ত (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিট) ক্রমেই বাড়ছে বৃষ্টির তোড়। খেলাটি পন্ড হয়ে গেলে দুই দলই একটি করে পয়েন্ট পাবে।
ফেভারিট হয়েই নামছে পাকিস্তান
টুর্নামেন্ট শুরু আগে একেবারেই ভঙ্গুর অবস্থা ছিলো পাকিস্তানের। টানা ১১ ম্যাচে হারার পর ১২তম ম্যাচে এসে জয়ের মুখ দেখলো পাকিস্তান। তাও এবারের আসরের অন্যতম শিরোপর দাবিদার ইংল্যান্ডকে হারিয়ে। পাকিস্তান যে ‘আনপ্রেডিক্টঅ্যাবল’ খেতাব পেয়েছে, তা এমনিতেই পায়নি। অথচ বিশ্বকপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মা্রত ১০৫ রানে অলআউট হয় সরফরাজের দল। পরের ম্যাচে ৩৪৮! অন্যদিকে শ্রীলঙ্কা প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের হারের পর জয় পেয়েছে আফগানিস্তানের বিপক্ষে। তাও হারতে হারতে। অভিজ্ঞতার কারনেই ম্যাচটি হেরেছিলো আফগানরা। ব্যাট হাতে লঙ্কানদের দুর্বল পারফরমেন্স ভাবাচ্ছে দলটিকে। তাই আজ নিশ্চিতভাবেই ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে ১৯৯২ সালের শিরোপা জয়ীরা।
পরিসংখ্যান:
পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুই দলই বিশ্বকাপে প্রথম ম্যাচে হারার পর ঘুরে দাঁড়িয়েছে। তাই স্বস্তি ফিরেছে উভয় শিবিরেই। তবে শেষ ম্যাচে শ্রীলঙ্কা জয় পেলেও তা পেয়েছে দুর্বল আফগানিস্তানের বিপক্ষে। অন্যদিকে পাকিস্তান সবশেষ ম্যাচে আসরের অন্যতম ফেবারিট ইংল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে অবস্থান করছে। আবার দুই দলের মুখোমুখি লড়াইয়েও এড়িয়ে পাকিস্তান। তাছাড়া পাকিস্তানের বিপক্ষে জিততে হলে রেকর্ড গড়েই জিততে হবে লঙ্কানদের। কারন, বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এখন অবধি জয়ের মুখ দেখেনি শ্রীলঙ্কা।
ওয়ানডেতে:
ম্যাচ: ১৫৩
পাকিস্তান জয়ী: ৯০
শ্রীলঙ্কা জয়ী: ৫৮
পরিত্যক্ত: ৪
টাই: ১
বিশ্বকাপে:
ম্যাচ: ৭
পাকিস্তান জয়ী: ৭
শ্রীলঙ্কা জয়ী: ০