সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল নতুনহাটি, বড়দল পুরাতন হাটি, বাগবাড়ি, জামলাগর ও গাজিপুর গ্রামের নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭জুলাই) দুপুরে বড়দল গ্রামের প্রবীণ মুরব্বী ওয়ারিশ উদ্দিনের সভাপতিত্বে, বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলক্ষে বড়দল দাখিল মাদ্রাসার মাঠে জনসভার আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধরী বাবুল, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন খান, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস ছুবহান আখঞ্জি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কর, উপজেলা পরিষদের ভাইস চেয়ার রিয়াজ উদিন খন্দকার লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন খোকন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন, তাহিরপুর উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল খায়ের, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি এমপি রতন বলেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই স্লোগানকে সামনে রেখে আমরা প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিচ্ছি। শুধু তাই নয়, শেখ হাসিনার সরকার, দেশে রাস্তাঘাট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন করেছে যা বর্তমানে দৃশ্যমান।