সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের লক্ষীপুর তাওয়াক্কোলিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার এডক কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম রানা ও মাদ্রাসার সুপার মিজবাহুর রহমান এর যৌথ সমন্বয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার জামালগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহবুবুল কবীর, সহকারি প্রিজাইডিং অফিসার যুব উন্নয়ন অফিসার মে. আব্দুল জলিল আহমেদ মিলন, পোলিং অফিসার মাধ্যমিক একাডেমী সুপার ভাইজার আব্দুল মুকিত, জামালগঞ্জ থানার এস আই আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স প্রমূখ।
জানা যায়, সাধারণ অভিভাবক দাখিল স্তরে মোট ভোটারের সংখ্যা ২শত ২৩ টি, প্রার্থী আব্দুল মজিদ, মো. কাশেম, মো. জিয়াউর রহমান, মো. নুরজ্জামান, মো. নুর মিয়া, মহি উদ্দিন, শাফায়াত উল্লাহ, মো. সেলিম আহম্মদসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদন্ডীতা করেন। এর মাঝে তিন জন বিজয়ী হয়েছেন শাফায়াত উল্লাহ, মহি উদ্দিন, মো. জিয়াউর রহমান।
সংরক্ষিত মহিলা প্রার্থী তিন জন, ভোটারের সংখ্যা ২শত ৯১টি। প্রার্থীরা হলেন মনিরা বেগম, রুপালী বেগম, মোছা: সুফিয়া বেগম। এর মাঝে ১ জন বিজয়ী রুপালী বেগম।
সাধারণ অভিভাবক ইফতেদায়ী ভোটারের সংখ্যা ৬৮ জন। প্রার্থী ৩ জন। আবুল লেইছ, পারুছ মনির, মো. হুমায়ুন। এর মাঝে বিজয়ী ১ জন, পারুছ মনির।
সদস্য শ্রেণী সাধারণ শিক্ষক পদে ২ জন মো. আলমগীর কবির চৌধুরী, মো. শাহারুল ইসলাম। এর মাঝে বিজয়ী হয়েছেন মো. আলমগীর কবির চৌধুরী।
প্রিজাইডিং অফিসার মো. মাহবুবুল কবীর বিজয়ীদের নাম ঘোষণা করেন।