সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের ৯১নং কাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সোমবার সকালে এ উপকরণ বিতরণ করা হয়।
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি জনাব বাবুল আহমেদ বাচ্চু মিয়ার অর্থায়নে টিফিন বক্স বিতরণ ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাবেদুর রশীদের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল কারীম রিজু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব রাফ্রুচাই মারমা।
উপস্থিত ছিলেন হাজি আব্দুল লতিফ (সাবেক মেম্বার), হাজি জিতু মিয়া, হাজি দুদু মিয়া, জমশেদ আহমদ, আলি হুসাইন, জুনেদ খাঁ, সুহেল আহমেদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।