বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
অধিকার আদায়ে আমরা সবাই এক সাথে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের চাকরীর সুনিদিষ্ট নীতিমালাসহ ৫ দফা দাবী আদায়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
আজ শনিবার ১১টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে জামালগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনের পর আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফারিয়ার সভাপতি এমদাদুর রহমান। সহ-সভাপতি বাপ্পী বর্মণের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রুবেল আহমেদ, নাসির উদ্দিন, প্রিতিম সরকার, রাম প্রশাদ, আবির হুসেন, ইসরাফিল আলম, আলমগীর, আ: রব প্রমুখ।
বক্তারা বলেন, ৫ দফা দাবী সমূহ সরকারী নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারন, বর্তমান মূল্যস্কীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ, ডিএসহ অন্যান্য ভাতাদি প্রদান, চাকরী নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ সুনিদিষ্ট নীতিমালা প্রণয়ন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)-কে সরকারী স্বীকৃতি প্রদান, সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান দাবী জানান।