সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলর সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের আব্দুর রশিদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম আজাহারুল ইসলাম, সহকারি শিক্ষক ইয়াছিন কবির, ধর্মপাশা উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো. নুরুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথি এমপি রতন বলেন, বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ডিজিটাল বাংলার রুপকার শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। হাওরাঞ্চলের শিক্ষার মান বৃদ্ধি করা হবে ইনশাল্লাহ।