সুলতানুল ওয়ায়েজীন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী বলেছেন, কাদিয়ানীরা মুসলমান নয়। পৃথিবীর সকল উলামায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে খতমে নবুওতের অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায় কাফের। এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে আইন পাস করতে হবে। বুধবার সিলেটে পশ্চিম ভাটপাড়া জামেয়া আনওযারে মদিনা মাদরাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উজানীর পীর মাওলানা এহতেরামুল হক ও সৈয়দপুর মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আবদুর রাজ্জাক।
কাজির বাজার মাদরাসার প্রবীন মুহাদ্দিস, হোস্টেল সুপার আল্লামা আবদুস সুবহান ও জামেয়ার প্রিন্সিপাল মাওলানা আবদুল কাইয়ূম-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামেয়ার শিক্ষাসচিব মাওলানা আবদুল মালিক, মাওলানা ফুরহাতুল হক সুলতানী, মাওলানা মুহসিন আহমদ রব্বানী, হাফিজ মাওলানা ফখর উদ্দীন, মাওলানা নাজমুল ইসলাম খান, মাওলানা আবদুল মতিন, মাওলানা সালেহ আহমদ, মাওলানা কবির আহমদ।
এছাড়াও জামেয়ার সহকারি শিক্ষিসচিব মাওলানা আবদুল হামিদের উপস্থাপনায় বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, হাফিজ মাওলানা মুহিউদ্দীন, মাওলানা আবুল হাসান ফয়সল, মাওলানা এনায়েত করীম, এলাইস মিয়া মতিন, শাইস্তা মিয়া, বেলায়েত হোসেন তারিক, হাজী সুন্দর আলী, লোকমান আলী, হুমায়ূন কবীর চৌধুরী, তাজুল ইসলাম তাজু, জুনেদ আহমদ।
ক্বিরাত, হামদ, নাত পরিবেশন করেন কলরব সিলেট বিভাগীয় শাখার শিল্পি ও আল মদিনা ছাত্র সংসদের ছাত্ররা। সহযোগীতায় অসামান্য অবদান রেখেছেন অপরূপা সমাজকল্যাণ যুব সংঘের দায়িত্বশীল ও সদস্যরা। বিজ্ঞপ্তি