সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন ধর্মমপাশা উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন।
বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার,ধর্মপাশা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের মোঃ কামরুল হাসান ,পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সেলবরষ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ, মোয়াজ্জেম হোসেন রতন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খন্দকার মোবারক হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সেলবরষ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দীন শাহ, সাধারন সম্পাদক বেনিয়ার হোসেেন খাঁন পাঠান, প্রতিষ্ঠানের দাতা সদস্য সিরাজুল ইসলাম, স্কুল পরিচালনায় কমিটির সদস্য ও সাংবাদিক মো. মোবারক হোসেন, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ,শাহজাহান মেম্বার, যুবলীগ নেতা, শাহ আব্দুল বারেক ছোটন, দৌলত মেম্বার, স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ প্রমুখ।
বক্তারা বলেন, নতুন প্রজন্ম তার মেধা মননশীলতা ও চিন্তা চেতনায় প্রকৃত পূর্নাঙ্গ মানুষ হতে হলে, পাঠ্যপুস্তকের পাশাপাশি নতুন কিছু সঙ্গীত, চিন্তা চেতনার সমাহার উৎপত্তি করতে হবে, যা মানুষের কল্যাণ ও দিক নির্দেশনা হয়ে মাটি, মানুষ, সমাজ তথা দেশের উন্নয়নের একটা দৃষ্টান্ত হতে পারে। অনুষ্ঠান শেষে বিতরনীর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘটে।