শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আবনায়ে ক্বাদিম সাকিতপুর মাদরাসার কমিটি গঠন সমাজ ও রাষ্ট্রের দুষ্টচক্রকে নির্মূল করে দেশকে এগিয়ে নিতে হবে: বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের প্রার্থী বাছাই সম্পন্ন সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের হেভিওয়েট প্রার্থী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ দিরাই পৌরসভার বাজেট পেশ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকের চালান আটক দিরাইয়ের সেনা বাহিনীর অভিযানে গ্রেফতার ৪, গুলিতে নিহত নিরীহ আবু সাইদ হেফাজতে ইসলাম মিডল‍্যান্ডস শাখা গঠন: সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সেক্রেটারী মাওলানা এনামুল হাসান সাবীর হত্যার হুমকির শিকার শান্তিগঞ্জ প্রেসক্লাব সদস্য, থানায় জিডি দিরাই-শাল্লার উন্নয়নে ড. শোয়াইব আহমদকে জয়যুক্ত করতে হবে: মাওলানা আব্দুর রব ইউসুফী
ইউএনওর হাতে খাদ্য সহায়তা পেয়ে স্বস্থিতে বাড়ি ফিরলেন ভিক্ষুক প্রতিবন্ধীরা!

ইউএনওর হাতে খাদ্য সহায়তা পেয়ে স্বস্থিতে বাড়ি ফিরলেন ভিক্ষুক প্রতিবন্ধীরা!

amarsurma.com

আমার সুরমা ডটকম:

ইউএনওর হাতে খাদ্য সহায়তা পেয়ে স্বস্থিতে নিজ নিজ বাড়ি ফিরলেন বৈশ্বিক মহামারী করেনাভাইরাসে সারা দেশের ন্যায় বিপর্যস্থ সুনামগঞ্জের তাহিরপুরের ভিক্ষুক ও প্রতিবন্ধীরা।
সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী (ইউএনও) ৪নং বাদাঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ এলাকার অর্ধ শতাধিক ভিক্ষুক ও প্রতিবন্ধীর হাতে হাতে সরকারি খাদ্য সহায়তা হিসাবে চাল, ডাল, তৈল, আলু, পেয়াজ, লবনসহ খাদ্য সহায়তা বিতরণ করেন।
উপজেলার বারহাল গ্রামের শতবর্ষী বৃদ্ধা ভিক্ষুক মল্লিকা বানু খাদ্য সহায়তা পেয়ে প্রায় বাক্যরুদ্ধ হয়ে বলছেলিন, আগের মত চলতে ফিরতে পারিনা, সোমবার উনার (ইউএনও) সাবের হাত থেকে সরকারের দেয়া পইলা (প্রথম) খাবার দাবার পেয়ে স্বস্থিতে বাড়ি ফিরছি, বুঝলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা (হাসিনা সরকার) থাকলে আমরার মত মানুষের না খেয়ে থাহন (থাকা) লাগত না।
উপজেলার দিঘিরপাড়ের শারিরীক প্রতিবন্ধী (পঙ্গু) রফিক মিয়া বললেন, দেশে এই সময় গাঁও গেরামের বাড়ি ঘর, বাজারের দোকান পাট প্রায় সময়ই বন্ধ থাকে, মানুষের দরজায় দরজায় ঘুরে ভিক্ষার চাল আর লোকের দেয়ায় দান খয়রাতের টাকায় জি-পুত (ছেলে মেয়ে) নিয়া কোন রকম আমরার মত মানুষ পেঠের ভাত জোগার করতাম কিন্তু এই কয়দিন ঘরের চুলা জ্বলেনি। আজ তাইন (ইউএনও) সাহেব বিশেষভাবে আমরার খোঁজ খবর নিয়া আমরা হাতে হাতে খাদ্য সহায়তা দেয়ায় অনেকটা নিশ্চিত হয়ে বাড়ি ফিরছি, এ সরকার আমাদের ভাতের অভাবে মরতে দেবেন না।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমাদের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ মহোদয় চলমান বৈশ্বিক মহামারী করেনাভাইরাসে গৃহে থাকা প্রত্যেক ভিক্ষুক, প্রতিবন্ধী ও নিম্ন আয়ের খেটে খাওয়া পরিবারে খাদ্য সহায়তা পৌছাতে আন্তরিক রয়েছেন, এ ধরণের মানুষজনের জন্য সরকারি খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।
খাদ্য সহায়তা বিতরণকালে উপজেলার দুই ইউনিয়নের জনপ্রতিনিধি, পুলিশ সদস্য সদস্য, ওয়ার্ড স্বেচ্ছাসেবক, গ্রাম পুলিশ, সুধীজন, যুগান্তর স্বজন সমাবেশের সদস্য ও সাংবাদিকগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com