সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ঈদুল আযাহার নামাজ আদায়ের শেষে বিভিন্ন ইউনিয়নে বাড়ী বাড়ী গিয়ে ঈদ শুভেচ্ছা জানান। তিনি বিভিন্ন পেশাজীবীদের কাছে গিয়ে ঈদ শুভেচ্ছা জানান। বিকেলে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি, গাছতলা ও বাদশাগঞ্জ বাজারে সাধারণ জনগণের কাছে গিয়ে প্রবিত্র ঈদুল আযাহার শুভেচ্ছা বিনিময় করেন। পরে সন্ধ্যায় বাদশাগঞ্জ বাজারে সেলবরষ ইউনিয়ন আওয়ামীলীগের প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে মতবিনিময় সভা অনুষ্টিক হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক ইসতিয়াক হোসেন চৌধুরী, পাইকুরাটি ইউনিয়ন চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, আওয়ামীলীগ নেতা মো. শাহ জাহান, আওয়ামীলীগ নেতা মো. জুয়াদ মিয়া তালুকদার, সেলবরষ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান পাঠান, অবসর প্রাপ্ত সৈনিক আব্দুল আজিজ, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন প্রমূখ। এমপি রতন বলেন, প্রতিটি মানুষের মাঝে বয়ে আসুক অনাবিল সুখ ও সমৃদ্ধি। সকলকে জানাই প্রবিত্র ঈদুল আযাহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। করোনা ভাইরাস থেকে সর্তক থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন, নিজে বাচুন, পরিবারকে বাচান, দেশকে বাচান, ভাল থাকুন সব সময় এই প্রত্যাশায়।