রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :

হাটহাজারীতে হচ্ছে হেফাজতের প্রথম সম্মেলন

amarsurma.com

আমার সুরমা ডটকম:

দেশের অন্যতম প্রভাবশালী অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন আগামী রোববার হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। এর প্রস্তুতি নিতে হেফাজত নেতারা এখন ব্যস্ত সময় পার করছেন।

হেফাজত ইসলামের প্রতিষ্ঠাতা আমীর ও দারুল উলুম মঈনুল ইসলাম, হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর অবর্তমানে সংগঠনটির এটিই প্রথম সম্মেলন। গত ১৮ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে হেফাজতের আমীরের পদটি শূণ্য হলে তা পূরণের জন্য নতুন সম্মেলন করার বিষয়ে আলোচনা হচ্ছিলো।

২০১০ সালের ১৯ জানুয়ারি গঠিত হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। প্রতিষ্ঠার ৮ বছর পর দেশের আলোচিত এ সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আয়োজকরা বলছেন, আল্লামা শফীর স্থলভিষিক্ত নির্বাচন করতে হেফাজতের প্রায় সাড়ে ৩’শ কেন্দ্রীয় শীর্ষ মুরুব্বি সম্মেলনে অংশ নেবেন। দেশের কওমি মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট শীর্ষ আলেমরাও এতে উপস্থিত থাকবেন।

allama shafi babungariপ্রয়াত আল্লামা শফী ও জুনায়েদ বাবুনগরী

হেফাজতের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার তৎকালীন সিনিয়র মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরী সম্মেলনের সার্বিক বিষয়াদি তদারকি করছেন। তাকে সহায়তা করছেন ২২৯ সদস্যের মজলিশে শুরা কমিটি।

এ বিষয়ে হেফাজতের মজলিসে শুরা সদস্য ও হাটহাজারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির জানান, সম্মেলনের প্রস্তুতি একেবারেই শেষ পযার্য়ে রয়েছে। মজলিসে শুরায়ে কাউন্সিলে মতামতের ভিত্তিতে আমাদের পরবর্তী আমীর নির্বাচিত করা হবে।

তবে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী বলেন, সম্মেলনের বিষয়ে আমি কিছুই জানি না, এটা একটা অংশের সম্মেলন। আল্লামা শফীর গড়া সংগঠন কেউ ব্যক্তি কেন্দ্রিকতায় পরিণত করলে তার জবাব দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com