শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
দিরাইয়ে পানিতে ডুবে এক বালকের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে, সে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জকিনগর গ্রামের সুলতান মিয়ার ছেলে সেবরুজ্জামান (১০)। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার আগে বাড়ির পুকুরে গোসল করতে গেলে সেবরুজ্জামানকে পানিতে ভাসমান পেয়ে বাড়িতে খবর দিলে লোকজন এসে তাকে উদ্ধার করে নিয়ে আসে। তারা জানান, সম্ভবত সন্ধ্যার আগে কোন এক সময় সে বাড়ির পুকুর ঘাটে গিয়েছিল এবং সেখানে পড়ে মারা যায়। সেবরুজ্জামান মৃগি রোগি ছিল বলেও পরিবারের লোকজন স্বীকার করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।