রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
মৌলভীবাজার উপনির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বাছাই সন্ধ্যায়

মৌলভীবাজার উপনির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বাছাই সন্ধ্যায়

we102-300x182আমার সুরমা ডটকম : মৌলভীবাজার-৩ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আজ রবিবার। ওইদিন সন্ধ্যা সাতটায় আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামীলীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এ সভায় মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) উপ-নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামীলীগ ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সবাইকে এই সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। মনোনয়ন সংগ্রহকারী নেতারা হলেন প্রয়াত মন্ত্রীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো. ফিরোজ, সাধারণ সম্পাদক নেছার আহমেদ, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) সৈয়দ বজলুল করিম, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, চেম্বার সভাপতি কামাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, প্রবাসী আওয়ামী লীগ নেতা এম এ রহিম শহীদ, আবদুল আহাদ চৌধুরী, আবদুল মালিক তরফদার শোয়েব, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, নাট্যকার আবদুল মতিন (ভিপি মতিন), জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মসুদ আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের আনকার আহমেদ, পৌর সভাপতি এম আতাউর রহমান লোকমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, বাস মালিক সমিতির সভাপতি শ্রমিক লীগ নেতা সৈয়দ মফচ্ছিল আলী, জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান, রাজনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিসবাদ্দোজা ভেলাই, সিলেটের ছাত্রলীগ নেতা পীযুষ কান্তি দে প্রমুখ।প্রসঙ্গত, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর পর এ আসনটি শূন্য হয়। এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর। আওয়ামীলীগের পক্ষ থেকে ২৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com