শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনের উপ-নির্বাচনে সৈয়দা সায়রা মহসীনকে মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ। আজ ৮ নভেম্বর সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামীলীগের সংসদীয় বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত হয়। আওয়ামীলীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ গণমাধ্যমকে এ তথ্য জানান। সংসদীয় বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। প্রসঙ্গত, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে এ আসনটি শূণ্য হয়।