সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন
রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির সাজেক সাজেকভ্যালীতে বৃহস্পতিবার ভোরে ভয়াবহ আগুনে ৩টি রিসোর্টসহ কয়েকটি কয়েকটি স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশ জানিয়েছে, সাজেকের সবচেয়ে পুরোনো অবকাশ রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মারুয়াটি রেস্টুরেন্ট, সাজেক ইকো ভ্যালি রিসোর্টসহ আরো কিছু স্থাপনা পুড়ে গেছে। পানীয়জল সংকট ও অগ্নি নির্ভাপন সরঞ্জামের অভাবে ভারত সীমান্ত লাগোয়া পর্যটন নগরীর রিসোর্ট ও স্থাপনাগুলো ভয়াবহ আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিভানো সম্ভব হয়েছে। পর্যটক ও স্থানীদের মধ্যে কেউ শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হয়নি।
সাজেক ভ্যালির পর্যটন নগরীর রাঙামাটি জেলার নিয়ন্ত্রিত বাঘাইছড়িতে হলেও সহজ ও কাছাকাছির কারনে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অগ্নিদূর্গত এলাকা থেকে দীঘিনালা উপজেলা ফায়ার সার্ভিস ইউনিট লিডার বাবলা দাশ এ প্রতিনিধিকে জানিয়েছে, ঘটনাস্থলে এক লড়ি করে পানি পৌছায়। পানি পেলে আগুন নিয়ন্ত্রণের কাজ করতে পারে। আগুন নিয়ন্ত্রণে আসলেও পানির অভাবে এখনো সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ কমবেশি ১৫/২০ লাখ টাকা হতে পারে। সর্বমোট তিন রিসোর্ট, ১টি রেষ্টুরেন্ট, ১টি বসত ঘর সম্পূর্ণ পূড়ে গেছে। প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে যোগ করেন তিনি।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদ্ দাছ্ছের হোসেন এ প্রতিনিধিকে জানিয়েছে, সাজেক ভ্যালিতে পানীয়জল সংকট, রিসোর্টগুলোয় নেই কোন প্রকার অগ্নি নির্ভাপন সরঞ্জাম ও বালি। সে কারণে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। আমরা সেখানে দ্রুত একটা ফায়ার সার্ভিস সেন্টার স্থাপন করা প্রয়োজন। আমরা সেই চেষ্টা করবো যোগ করেন এ কর্মকর্তা।