বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন
রাঙামাটি প্রতিনিধি:
বিডি ক্লিন রাঙামাটি’র উদ্যোগে শহরের তবলছড়িতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। শুক্রবার বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন। পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথি’র বক্তব্যে তাপস রঞ্জন ঘোষ বলেন, প্রতীকি পরিচ্ছন্নতা অভিযান না করে, সবার মাঝে পরিচ্ছন্নতার অভ্যেস ছড়িয়ে দিতে হবে। ফেইসবুক নির্ভর কোন প্রচারনা যেন, না হয়? প্রত্যেকে যার যার অবস্থান থেকে রাঙামাটি’র সৌন্দর্য রক্ষায় এগিয়ে আসা উচিৎ। বিডি ক্লিন ‘র পরিচ্ছন্নতা অভিযানিক দল শহরের তবলছড়ি বাজারের বিভিন্ন এলাকা পরিস্কার করে।