বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে বেনাপোল সীমান্তে আনা হয়েছে। আজ রাতের মধ্যেই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছে। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে আমাদের বেনাপোল প্রতিনিধি আনিসুর রহমান জানিয়েছেন, রাত পৌনে নয়টার দিকে বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ের একটি প্রতিধিনি দল বিএসএফ ক্যাম্পে পৌঁছায়। রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখার সময় নূর হোসেনকে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল। প্রসঙ্গত, গতবছরের ২৭ এপ্রিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জ এলাকার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ তার কয়েকজন সহযোগীকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে ৩০ এপ্রিল নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জের শান্তিনগর এবং চরধলেশ্বরী এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকার, মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম এবং গাড়িচালক ইব্রাহিম ও লিটনসহ অপহৃত ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ইটবোঝাই সিমেন্টের ব্যাগ দিয়ে বাঁধা অবস্থায় নদীতে ডোবানো হয়েছিল লাশগুলো। পা ছিল দড়ি দিয়ে বাঁধা। হাত পেছনে দড়ি দিয়ে বাঁধা ছিল। মুখমণ্ডল পলিথিন দিয়ে গলার কাছে বাঁধা ছিল। পেট ধারালো অস্ত্র দিয়ে সোজাসুজি ফাড়া ছিল। লাশ উদ্ধারের পর ওই বছরের ২ মে কালকাতায় পালিয়ে যান ঘটনার নেপথ্যের খলনায়ক নূর হোসেন। পরে তিনি গ্রেফতার হন কলকাতা পুলিশের হাতে। অবৈধভাবে অনুপ্রবেশ দায়ে তার বিরুদ্ধে ভারতীয় আইনে মামলা হয়। পরে ভারতের আদালত তাকে বাংলাদেশে ফেরত দেয়ার নির্দেশ দেন। নারায়ণগঞ্জের আলোচিত এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মেয়ের জামাই তারেকসহ র্যাবের তিন কর্মকর্তা গ্রেফতার হন।