বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
দিরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা বৈঠক গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলম চৌধুরী, দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল হক মুন্সি, ভাইস চেয়ারম্যান মোঃ মোহন মিয়া চৌধুরী, রিপা সিনহা, রফিনগর ইউনিয়নের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার, চরনারচর ইউনিয়নের চেয়ারম্যান পরিতোষ রায়, তাড়ল ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ, কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ একরার হোসেন, দিরাই প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সাধারণ সম্পাদক মুহাজিদ সর্দার তালহা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন চন্দ্র দাসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। বৈঠকে আইন-শৃঙ্খলা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন।
বক্তারা বলেন, দিরাইয়ে অবাধ মাদকের ব্যবহার, ইয়াবা, গাঁজা বিক্রি ও সেবনের ফলে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এ সকল অপরাধ নির্মুলে যথাযথ পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। পাশাপাশি উপজেলার মানুষের জানমালের যথাযথ নিরাপত্তা দিতে দিরাই পৌরশহরে সিসি ক্যামেরা স্থাপন, শ্যামারচর, রফিনগর ও কুলঞ্জে পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাবও করা হয় এ বৈঠকে। এছাড়া দিরাই বাসস্টেশনকে যানজটমুক্ত রাখতে ঢাকাগামী গাড়িগুলো দূরে অন্য কোথাও রাখার বিষয়ে জোর আলোচনা করা হয়।