সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রথম বছরেই বাজিমাত জামিয়াতুন নিসওয়ান আল-ইসলামিয়া সাকিতপুরের প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর আনজুমানে তালিমুল কুরআনের পুরষ্কার বিতরণী সম্পন্ন দিরাইয়ে ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দিরাইয়ে অপারেশন ডেভিল হান্টে ইউপি চেয়ারম্যান গ্রেফতার পুলিশ সদস্যকে অপহরণ ডাকাত দলের, আটক ২ দিরাই উপজেলা জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত আওরঙ্গজেবের সমাধিতে হাত দিলে ভারত ভেঙ্গে খানখান হয়ে যাবে: মাওলানা জুনায়েদ আল হাবিব সুনামগঞ্জে পৃথক ধর্ষণ চেষ্টা, বখাটের বাড়িঘর ভাঙচুর, আটক ৩ মাগুরায় নির্যাতিত শিশুটি আর নেই, সেনাবাহিনীর শোক
সরকারি টিউবওয়েল থেকে পানি নিতে বাধার প্রতিবাদ করায় মারপিটে আহত ৫

সরকারি টিউবওয়েল থেকে পানি নিতে বাধার প্রতিবাদ করায় মারপিটে আহত ৫

amarsurma.com
সরকারি টিউবওয়েল থেকে পানি নিতে বাধার প্রতিবাদ করায় মারপিটে আহত ৫

আমার সুরমা ডটকম:

দিরাইয়ে সরকারি টিউবওয়েল থেকে পানি নিতে না দেয়ার প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত মৃত আব্দুন নূরের ছেলে জাহির মিয়া বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে দিরাই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ২ মার্চ রোববার বিকেলে সুনামগঞ্জের দিরাই পৌরশহরের ঘাগটিয়া গ্রামের এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী জাহির মিয়ার বাড়ির পাশে গ্রামের মৃত আরব আলীর ছেলে আজিজুল ও মৃত উছমান আলীর ছেলে সফর আলীর দখলে সরকারি একটি টিউবওয়েল রয়েছে। ঘরের পাশে সরকারি টিউবওয়েল থাকার পরও জাহির মিয়াকে পানি নিতে দেয় না তারা। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। রোববার জাহির মিয়া তার ঘরের পাশে টিউবওয়েলের নিচে কিছু মাটি দিলে এ নিয়ে বাক-বিতণ্ডা শুরুর এক পর্যায়ে মৃত আরব আলীর ছেলে আজিজুল ও তার স্ত্রী শাবানা বেগম, মৃত উছমান আলীর ছেলে সফর আলী, তার স্ত্রী জমিলা বিবি ও মেয়ে পুষ্পাসহ সংঘবদ্ধভাবে তারা বাদী জাহির মিয়ার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাকে বাঁচাতে এলে জাহির মিয়ার মা মৃত আব্দুন নূরের স্ত্রী লুৎফা বিবি (৬৫) গুরুতর আহত হন। এছাড়া বাদী জাহির মিয়া ও তার ভাই জাকির মিয়াও গুরুতর আহত হন। আহত লুৎফা বিবিকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত জাহির মিয়া বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে দিরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের তদন্তকারী দিরাই থানার এএসআই সুব্রত পাল জানান, সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে উভয়ের বক্তব্য শুনেছেন। আগামি বৃহস্পতিবার উভয় পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা করবেন বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com