বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম :
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের ঘরদাইর নদীর হাওড়ে নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ইদ্রিছ মিয়া (৫০), আমেনা বেগম (৩৫) ও জিহাদ (১)। স্থানীয়রা জানায়, উপজেলার বিরাট গ্রাম থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে মালিকের দরগাহ যাওয়ার উদ্দেশ্যে একসঙ্গে ৬ জন রওনা দেন। নৌকাটি ঘরদাইর হাওরে পৌঁছালে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। স্থানীয় লোকজন গিয়ে তাদের উদ্ধার করে আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তিন জন মারা যায়। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।