রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : জাতীয়পার্টির সদস্যদের মন্ত্রিসভা থেকে পদত্যাগের ব্যাপারে দলটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ একমত হয়েছেন বলে জানিয়েছেন জিএম কাদের। এ বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়েছে বলেও জানান দলের নতুন কো-চেয়ারম্যান। রোববার বিকেলে জাতীয়পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিএম কাদের এসব কথা বলেন।
দলের নতুন কো-চেয়ারম্যান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইচএম এরশাদকে একটি পদ দিয়েছেন, তিনি সেটা গ্রহণ করেছেন। তিনি দলের নেতাদের মন্ত্রিত্ব দিয়েছেন, তাঁরাও সেটা গ্রহণ করেছেন। এখন আমি ঘরে বসে, প্রধানমন্ত্রীকে জানিয়ে দিলাম যে, আমি পদত্যাগ করলাম। আমি যাবনা বা আমি এটা মানিনা। আমরা মনে করি এমনটা হলে সৌজন্যের ব্যত্যয় হবে। সেই কারণে আমরা চাচ্ছি, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলা যে, আমরা এই এই কারণে চলে আসতে চাচ্ছি।’
এ সময় জিএম কাদের আরো বলেন, দলের চেয়ারম্যান গণতান্ত্রিক পন্থায় দলের শীর্ষ পর্যায়ে রদবদল করেছেন। তাই বিভ্রান্তি এড়াতে দ্রুত একটি বর্ধিত সভা ডেকে এই রদবদলের বিষয়ে সবার মতামত নিতে এইচএম এরশাদের কাছে আবেদন জানিয়েছেন তিনি। এর আগে রওশন এরশাদের বিবৃতির জবাবে এইচএম এরশাদ জানিয়েছেন, দলে রদবদলের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। বিবৃতিতে তিনি আরো জানান, দলের ঐক্য অটুট রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।