সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : ইসলাম বিদ্বেষী বই প্রকাশের দায়ে ব-দ্বীপ প্রকাশনীর মালিককে গ্রেফতার করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে খেলাফত আন্দোলন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত হাফেজ মাওলানা ক্বারী শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর ও মহাসচিব মাওলানা মুহাম্মাদ জাফরুল্লাহ খান এ দাবি জানান। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার না করলে বই মেলা ঘেরাওয়েরও হুমকি দিয়েছেন তারা। বিবৃতিতে খেলাফত নেতৃবৃন্দ বলেন, মানবতার মুক্তির দূত প্রিয়নবী সা. কে মহান আল্লাহ তাআলা সর্বোত্তম চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। বিশ্ব নবী সা. এর চরিত্র নিয়ে কটাক্ষ করে বই প্রকাশ মুসলমানের বাংলাদেশে প্রকাশ্যে ২১’র বই মেলায় বই বিক্রির ঘটনায় বিশ্বের দেড়শত কোটি মুসলমানের হৃদয়ে আঘাত হেনেছে। এ ধরনের দুঃসাহস ইহুদী-খৃষ্টানরাও দেখায়নি। বিশ্বনবী সা-এর চরিত্র নিয়ে কটাক্ষকারীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে বিচার করতে হবে। অন্যথায় তাওহীদি জনতার ঈমানী আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে এবং ২১ বই মেলাকে ঘেরাও করতে বাধ্য হবে।