বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : প্রথম ও দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে সহিংসতায় প্রাণ হারিয়েছে ৪২ জন। আহত ও পঙ্গু হয়েছে সহস্রাধিক মানুষ এ দাবি করেছে বিএনপি। দলটি বলছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রথম নির্বাচন ও নির্বাচন পরবর্তী সহিংসতায় পুলিশ, বিজিবি ও আওয়ামী লীগের গুলি ও হামলায় প্রাণ হারিয়েছে ২৮ জন। দ্বিতীয় দফায় নির্বাচনের দিন আওয়ামী লীগের গুলিতে প্রাণ হারিয়েছে শিশু, ঢাবির ছাত্র ও মহিলাসহ ১১ জন। নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রাণ হারিয়েছে আরও ৩ জন। গতকাল (শনিবার) মাদারীপুর ও যশোরে ২জন নিহত হয়েছে।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তিনি সারাদেশে নির্বাচনী সহিংসতায় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ছবি ও প্রতিবেদনের খন্ডচিত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।