রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : জেলার বোয়ালখালীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে বিশৃঙ্খলা, চেয়ার ছোঁড়াছুড়ি আর হাতাহাতির মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে নতুন ফায়ার সার্ভিস স্টেশন। আজ শনিবার বিকেলে পুলিশি নিরাপত্তার নামে উপস্থিত দর্শকদের কিলঘুষি, লাঠিপেটা ও চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময় পুলিশের নাজেহাল থেকে রেহাই পাননি সাংবাদিকরাও।
জানা গেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকে নেওয়া হয় নিরাপত্তা। দুপুর ২টা থেকে অনুষ্ঠান স্থলে বিভিন্ন এলাকা থেকে দর্শক ও ১৪ দলের নেতা কর্মীরা জড়ো হতে থাকেন। এরপর বিকেল ৪টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনুষ্ঠানে পৌঁছার সময় বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীরের নেতৃত্বে নিরাপত্তার নামে দর্শকদের ধাক্কা ও কিলঘুষি মেরে শৃঙ্খলা রক্ষার চেষ্টা চালায় পুলিশ।
মন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছার পর ছাত্রলীগের বিশাল মিছিল অনুষ্ঠানে ঢুকে পড়লে ভেঙে পড়ে সকল প্রটোকল। এ সময় বিশৃঙ্খলা দেখা দেয়। মন্ত্রী মঞ্চে উঠার পর জাতীয় সংগীত পরিবেশনের সময় বিশৃঙ্খলা ও হাতাহাতি শুরু হয়। এ সময় জেলা আওয়ামীলীগ সভাপতি মোছলেম উদ্দীন আহমদকে হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় সংসদ সদস্য জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদল সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান না করতে পারায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দু:খ প্রকাশ করে বলেন, ‘আমি এটা আশা করিনি। জাতীয় সংগীত গাওয়া হচ্ছে অথচ চিৎকার চেঁচামেচি ও হুড়োহুড়িতে অনুষ্ঠানে সৌন্দর্য নষ্ট হয়ে যায়।’
উল্লেখ্য, বোয়ালখালীতে দীর্ঘদিনের প্রত্যাশিত ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন বিকেল ৪টায় উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া তিনি ফায়ার ব্রিগেট চত্বরে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবেলায় ৪২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করা হয়েছে। ফায়ার সার্ভিস শুধু আগুন মোকাবেলা নয়, সবধরনের দুর্যোগে ভূমিকা রাখবে।’
উপজেলা চেয়ারম্যান আতাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলে উদ্দীন আহমেদ, সহ-সভাপতি এসএম আবুল কালাম, তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, চট্টগ্রাম রেঞ্জের ডিজিপি সফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক ব্রিগেডিয়ার আলী আহাম্মেদ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, জাসদ সভাপতি হাজী মনছফ আলী, জেলা পুলিশ সুপার হাফিজ আকতার প্রমুখ।